রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২০ জানুয়ারী ২০২৫ ০৯ : ২৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত নাটকের সাক্ষী থাকল মুম্বই আদালত এবং সেখানে উপস্থিত সকলে। রবিবার মুম্বইয়ের বান্দ্রার আদালতে বলিউড অভিনেতা সইফ আলি খানের অভিযুক্ত আক্রমণকারীকে হাজির করা হয়। হাই প্রোফাইল এই মামলায় অভিযুক্ত বাংলাদেশি মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে দুই আইনজীবীর মধ্যে বচসা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
রবিবার শরিফুলকে কড়া পুলিশি পাহাড়ায় বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। বিচারক তাঁকে জিজ্ঞেস করেন পুলিশ বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ আছে কি না। উত্তরে অভিযুক্ত জানায় তাঁর কোনও অভিযোগ নেই। শরিফুলকে কাঠগড়ায় দাঁড় করাতেই একজন আইনজীবী এগিয়ে এসে দাবি করেন, তিনি অভিযুক্তের হয়ে সওয়াল করবেন। এরপরেই নাটকের সূত্রপাত। ওকালতনামায় সই করাতে যাবেন সেই সময় অন্য একজন আইনজীবী দৌড়ে গিয়ে তাঁর তৈরি করা ওকালতনামায় সই করিয়ে নেন। কে শরিফুলের হয়ে সওয়াল করবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। দুই আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার পর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই আইনজীবীকেই শরিফুলের হয়ে সওয়াল করার অনুমতি দেন। আদালত অভিযুক্তের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত সইফ। তাঁকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সইফের হামলাকারীকে ধরতে গিয়ে দু'বার ভুল ব্যক্তিকে আটক করে পুলিশ। তৃতীয় বারের চেষ্টায় তারা সফল হব সঠিক অভিযুক্তকে পাকড়াও করতে।
নানান খবর
নানান খবর

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

সলমনের বিয়ে হওয়া ফস্কেছিল একটুর জন্য! কীভাবে জানেন? সম্পর্কে ইতি টানলেন শুভমন-সারা?

Exclusive- “শিবপ্রসাদ শিশির ভাদুড়ী, আমরা চুনোপুটি!” ছবি মুক্তির আগেই আচমকা শিবপ্রসাদকে কেন এমন বললেন রাখি গুলজার?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?